শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মধুপুর বিলের ৭৮ নাম্বার গীভর নলকুপে ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে গত বুধবার রাত ২টার দিকে জনগণের হাতে আটক হয় দুইজন চোর।
জনগণ সেই দুই চোরকে গণধোলাই দিয়ে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক মোঃ মেহেদী হাসান।
উক্ত দুই চোর হলো রাজশাহী বোয়ালিয়া খরবোনা গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল্লাহ (২৫) ও গোমস্তাপুর উপজেলার নুনগোলা গ্রামের খোস মোহাম্মদ এর ছেলে আরিফ।
এলাকার লোকজন জানায়, রাতে আমরা বিলে ধান বাঁধতে গিয়ে দূর থেকে দেখি দ্বীপের কাছে একটি পোলে লাইট জ্বলছে। আমরা কয়েকজন মিলে সেখানে যাই। গিয়ে দেখি তারা ট্রান্সফরমারের তার খসাচ্ছে।
সন্দেহজনকভাবে তাদের ধরলে তারা পালানোর চেষ্টা করে। চারিদিক থেকে ঘিরে আমরা তাদের ধরার চেষ্টা করি।অবশেষে তাদের ধরে উপজেলা পরিষদে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম বলেন, চোর দুটোর অবস্থা খুবই আশঙ্কা জনক হওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলে পরে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তিনি আরো বলেন, চোর দুটো সুস্থ হলে তাদের আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে আরো জানতে চাইলে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা বলেন, তাদের ধরা মাত্রই আমাকে ফোন দিলে আমি সেখানে যাই এবং তাদের অবস্থা খুবই আসংকজনক হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Array