বার্তা কক্ষ
16th May 2023 12:11 am | অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
সোমবার (১৫ মে) ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।
দূতাবাস বলছে, ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমরা উদ্বিগ্ন এবং ঝড়ের পরে সহায়তা কাজে নিয়োজিত সকল অংশীদারের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জনগণ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছি এবং সহায়তা দিতে প্রস্তুত আছি।
উল্লেখ্য, রোববার (১৪ মে) বিকেল ৩টার দিকে কক্সবাজার ও মিয়ানমার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। মোখার তাণ্ডবে টেকনাফ ও সেন্ট মার্টিনে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সেন্টমার্টিনেই ১২০০ ঘরবাড়ির ক্ষতি হয়েছে। এছাড়া অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে।
Array