রাহাত হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল (হাবিপ্রবি) সংলগ্ন বাঁশেরহাটে দোকান মালিক সমিতির দোকান বন্ধ রাখার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা ।
শনিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন তারা । মহাসড়কে দেড় ঘণ্টা ধরে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা । সড়ক অবরোধ করায় কয়েক’শ যানবাহন আটকা পড়ে। এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট বাজারের হোটেলগুলোতে উচ্চমূল্যে খাবার বিক্রি, মেসগুলোতে অতিরক্তি ভাড়া নেয়ার বিষয়গুলো উঠে এসেছে৷
এ সময় শিক্ষার্থীরা প্রশাসনকে অনতিবিলম্বে সিন্ডিকেট হটিয়ে দ্রব্যমূল্যের দাম সাধারণ শিক্ষার্থীদের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য আহ্বান জানান এবং বাঁশেরহাট দোকান মালিক সমিতির সমালোচনা করেন ।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন , ” আমাদের একদম যৌক্তিক দাবি । বাঁশেরহাটের সিন্ডিকেটের কবলে পড়ে আমরা মৌলিক অধিকার থেকে তো বঞ্চিত হতে পারি না । হোটেল মালিকরা, মেস মালিকরা সিন্ডিকেট করে আমাদের রক্ত চুষে নিচ্ছে। তাই বাধ্য হয়ে আমরা প্রতিবাদে নেমেছি”।
ওই সময় ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন ও কোতোয়াল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম। পরে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
এবিষয়ে প্রক্টর মামুনুর রশিদ বলেন, “বিষয়গুলো নিয়ে খুব দ্রুত স্থানীয় প্রশাসনে ও সব পক্ষকে সঙ্গে নিয়ে আলোচনা করা হবে। সেখানে মেস ভাড়া ও পণ্যসামগ্রীর মূল্যতালিকা নির্ধারণ করা হবে বলে জানান তিনি “৷
Array