কথা ছিল শনিবার (১৩ মে) কলকাতায় পৌঁছাবেন সালমান খান। কিন্তু তার আগেই শুক্রবার (১২ মে) রাতে কলকাতা শহরে পৌঁছালেন ‘ভাইজান’ খ্যাত এই বলিউড তারকা।
এদিন সালমান কলকাতা বিমানবন্দরে নামতেই তাকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দরে নামতেই অনুরাগীরা ‘ভাইজান, ভাইজান’ বলে চিৎকার জুড়ে দেন। কেউ আবার ‘সালমান ভাই’ বলে লাগাতার চিৎকার করতে থাকেন। কেউবা আবার ‘লাভ ইউ’ বলে ভালোবাসা প্রকাশ করতে থাকেন।
ইসঙ্গে অনুষ্ঠানে সালমানের সুরক্ষায় কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি ও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় ৭০০ পুলিশ সদস্য।
কলকাতা পুলিশ সূত্র জানায়, সালমানের অনুষ্ঠানের নিরাপত্তায় থাকবেন ৭০০ পুলিশ। অভিনেতার নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন অ্যাডিশনাল পুলিশ কমিশনার, দুজন জয়েন্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার ও সাতজন ডিসিসহ ৭০০ পুলিশ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্যই এই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছেন তারা।
পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় নজরদারিতেও বিশেষ জোর দেওয়া হয়েছে। এ ছাড়া কলকাতায় যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে সালমানের।
প্রসঙ্গত, কলকাতায় পৌঁছে আলিপুরের একটি ফাইভ স্টার হোটেলে উঠবেন বলিউডের এই ভাইজান। সন্ধ্যায় কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে জমকালো আয়োজনেই হবে অনুষ্ঠান।
Array