ajkalerbarta
12th May 2023 11:04 am | অনলাইন সংস্করণ
রাজধানীর লালবাগ এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, মানিব্যাগ ও ব্যাগ জব্দ করা হয়।
পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব জানান, বুধবার (১০ মে) র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সাতক্ষীরার তালা থানার ধর্ষণ মামলার একমাত্র এজাহারভুক্ত পলাতক আসামি দ্বীন মোহাম্মদ লিটনকে (৩৩) গ্রেফতার করা হয়।
গ্রেফতার লিটন ধর্ষণের ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি যশোরের মনিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের ইমান আলী খানের ছেলে।
বৃহস্পতিবার (১১ মে) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।
তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
Array