• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইউএনওর উপর হামলা, ইউপি চেয়ারম্যান কারাগারে 

     ajkalerbarta 
    12th May 2023 10:47 am  |  অনলাইন সংস্করণ

    ফরিদপুরের মধুখালিতে ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরীর উপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ডুমাইন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ আসাদুজ্জামানকে (৫০) দুই দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) চম্পক কুমার বড়ুয়া বলেন, দুইদিনের রিমান্ডে ইউপি চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান এ ঘটনায় বেশকিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের নামও বলেছেন। ইউপি চেয়ারম্যানের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। যাদের নাম তিনি দিয়েছেন তারা প্রকৃতভাবে এ ঘটনার সঙ্গে জড়িত কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    এদিকে এ ঘটনায় জেলা প্রশাসক কর্তৃক গঠিত এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটন আলী তদন্ত কাজ শেষ করে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তদন্ত প্রতিবেদনটি হাতে পাওয়ার কথা নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

    প্রসঙ্গত, গত ৪ মে দুপুরে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নির্মাণ ও জমির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ইউএনওর দেহরক্ষী আনসার সদস্যের হাতে নিশ্চিতপুর গ্রামের এক নারী রক্তাক্ত জখম হয়। এর জেরে এলাকাবাসীর হামলায় ইউএনও, আনসার, পুলিশ, চার নারীসহ ১৫ জন আহত হন। হামলার সময় ইউএনওর উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

    এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ (৫০) ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফরিদপুরের পাঁচ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্টেট মারুফ হাসান এ জবানবন্দি লিপিবদ্ধ করেন। এছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এ মামলায় গ্রেপ্তার হওয়া ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিম মৃধা (১৯) ও মো. প্রিন্স মোল্লা (৩২)। জবানবন্দি শেষে তিনজনকেই আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়। এর আগে ইউএনওর গাড়ি চালক সুমন শেখের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

    এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী ইউএনওর গাড়ি চালক সুমন শেখ এবং অপর মামলার বাদী মথুখালী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার সরকার। দুটি মামলাতেই এক নম্বর আসামি করা হয়েছে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারমান ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শাহ আসাদুজ্জামানকে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ