মানিকগঞ্জ জেলার চাঞ্চল্যকর ও প্রকাশ্য দিবালোকে শিক্ষক মো. জামাল উদ্দিনকে কুপিয়ে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারীসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
এর আগে বুধবার (১০ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ফজলুর রহমান (৫৫), সজীব মিয়া (২৮) ও উজ্জ্বল (২৭)।
আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, মো. জামাল উদ্দিন মানিকগঞ্জ জেলার সদর থানার লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তাকে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারী মো. ফজলুর রহমানসহ (৫৫) প্রধান তিন আসামির বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব শত্রুতা রয়েছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, মঙ্গলবার (৯ মে) সকালে জামাল উদ্দিন মোটরসাইকেলে চড়ে মানিকগঞ্জ শহরের গঙ্গাধর পট্টির ভাড়া বাসা থেকে লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে আসামিরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় আসামিরা তার মাথায় রামদা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। এছাড়া পায়ের গোড়ালিতে রগ কাটাসহ তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতরভাবে জখম করে।
পরে আহত জামাল উদ্দিনের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় জামাল উদ্দিনকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যেতে সুপারিশ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী জামাল উদ্দিনের স্ত্রী আশা আক্তার (৩১) বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের পর আসামিদের মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১১ মে) র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
Array