সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় বোরো ধান সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর ধান কর্তনের উদ্বোধন করেন নাটোর জেলা প্রশাসক (ডিসি) মো. আবু নাসের। তিনি আধুনিক প্রযুক্তি কম্বাইন হারভেস্টার দিয়ে পাকা ধান কাটার উদ্বোধন করেন।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার পৌর এলাকার বালুভরা মাঠে এ ধান কাটার উদ্বোধন করেন তিনি।
স্থানীয় কয়েকজন কৃষক বলেন, আমাদের কৃষি অফিস থেকে বীজ ও সার দিয়েছে এবং কৃষি অফিস থেকে মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়েছে এবং এখন আবার কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কম খরচে কাটা হচ্ছে। এ বছর গত বছরের চেয়ে ধানের ফলনও ভালো হয়েছে।
নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপপরিচালক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোরের পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) আল ইমরান, কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা, সিংড়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ আরো অনেকে।
Array