• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চ্যাম্পিয়ন্স লিগে ২ মিলানের দ্বৈরথ আজ, কারা এগিয়ে? 

     বার্তা কক্ষ 
    10th May 2023 10:59 am  |  অনলাইন সংস্করণ

    চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ মাঠে গড়িয়েছে রিয়াল মাদ্রিদম্যানচেস্টার সিটির ম্যাচ দিয়ে। মঙ্গলবার ( মে) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে গোলে ড্র নিয়ে দুই পরাশক্তির প্রাথমিক দ্বৈরথ শেষ হয়েছে। তবে কোন দলটি ফাইনাল খেলবে, সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী ১৭ মে দ্বিতীয় লেগের ম্যাচের জন্য। আজ (১০ মে) ইউরোপসেরা হওয়ার মঞ্চে অপর দুই সেমিফাইনালিস্ট দল মাঠে নামছে। দুই ইতালিয়ান ক্লাব ইন্টার এসি মিলান মুখোমুখি হবে প্রথম লেগের এই ম্যাচে। তবে প্রতিযোগিতাপূর্ণ আসরটির পরিসংখ্যান বরাবরই এসি মিলানের পক্ষে বলছে!

    এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে মিলানের দল দুটি দু’বার ‍মুখোমুখি হয়েছিল। ২০০২-০৩ ও ২০০৪-০৫ মৌসুমের দেখায় প্রতিবারই অপরাজেয় ছিল এসি মিলান। অন্যান্য ইউরোপিয়ান প্রতিযোগিতায়ও পিছিয়ে আছে ইন্টার মিলান। সেই পরিসংখ্যানই এবারও পুনরাবৃত্তি ঘটবে নাকি নতুন ফল দেখবে ফুটবলবিশ্ব সেটি জানা যাবে আজ রাতে, অবশ্য এরপর তাদের আবার দ্বিতীয় লেগেও মুখোমুখি হতে হবে। আজ বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

    এর আগে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে মিলান ডার্বির সবশেষ সাক্ষাৎ হয় ২০০২-০৩ মৌসুমে। সেবার অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে ফাইনালে ওঠে মিলান। ইউরোপিয়ান প্রতিযোগিতায় পঞ্চমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে এসি মিলান ও ইন্টার মিলান। দুই দলের সবশেষ চার দেখায় হারেনি এসি মিলান, জয় ও ড্র দুটি করে।

    চলতি মৌসুমে এরই মধ্যে তিনবার মুখোমুখি হয়েছে মিলান ও ইন্টার। যেখানে সবশেষ দুই ম্যাচেই জয় ইন্টারের, হেরেছে অন্যটিতে। ১৯৯৪-৯৫ মৌসুমের পর আর কখনও এক মৌসুমে ইন্টারের বিপক্ষে তিনবার হারেনি এসি মিলান। এই মৌসুমে ইন্টারের সঙ্গে প্রথম দেখায় ৩-২ গোলে জিতেছিল এসি মিলান (গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত সিরি ‘আ’-য়)। কিন্তু দলটির বিপক্ষে গত দুই ম্যাচে জয় তো দূরের কথা, কোনো গোলই করতে পারেনি এসি মিলান; ইতালিয়ান সুপার কাপে ৩-০ এবং সিরি ‘আ’-য় তারা ১-০ ব্যবধানে হেরে যায়।

    চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ৬ ম্যাচে কেবল একটি গোল হজম করেছে এসি মিলান, সেটি ছিল নাপোলির বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে। এই ৬ ম্যাচে প্রতিপক্ষের ৮৬ শটের মুখোমুখি হয় তারা, যেখানে ২৭টি শট লক্ষ্যে ছিল। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে খেলা ১০ ম্যাচের ৬টিতে কোনো গোল হজম করেনি ইন্টার। এর আগে এক মৌসুমে ইউরোপিয়ান কাপ কিংবা চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে কখনও সাত ম্যাচে ক্লিন শিট রাখতে পারেনি ইতালিয়ান দলটি।

    এসি মিলানের হয়ে চলতি চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ৩৭টি ড্রিবল সম্পন্ন করেছেন রাফায়েল লেয়াও, ২০০৪-০৫ মৌসুমে কাকার পর যা সর্বোচ্চ। সেবার ব্রাজিলের সাবেক তারকা কাকাও ৩৭টি ড্রিবল করেছিলেন। এদিকে, ইন্টারের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ এসি মিলানের বিপক্ষে ১২ ম্যাচ খেলে ৭ গোল করেছেন। দলটির বিপক্ষে তার প্রথম গোল ছিল ২০১৯ সালের মার্চে। সেই থেকে মিলানের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে কেউ এত গোল করতে পারেননি।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ