চোটের জন্য দীর্ঘদিন দলে নেই ব্রাজিল সুপারস্টার নেইমার। অনুমোদনহীন সৌদি সফরে গিয়ে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি। বড় দুই তারার অনুপস্থিতিতে ক্লাবকে পথ দেখালেন কিলিয়ান এমবাপে। ত্রয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি। প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ৩-১ গোলে জিতেছে প্যারিস জায়ান্টসরা।
আগের ম্যাচেই পয়েন্ট টেবিলের তলানির দল লঁরিয়ার বিপক্ষে হারের পর সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছিল মেসি-এমবাপেদের। এরপর মেসির সৌদি সফর ঘিরে কম জল গড়ায়নি। আর্জেন্টাইন মহাতারকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেও যেন রাগ কমেনি সমর্থকদের। পিএসজির সদর দপ্তরের বাইরে মেসিবিরোধী বিক্ষোভ করেছে তারা। রক্ষা মেলেনি অনেকদিন মাঠের বাইরে থাকা নেইমারেরও।
ম্যাচের ৮৩তম মিনিটে গোল করে তোয়াকে খেলায় ফেরান জাভিয়ের। তবে তিন মিনিটের ব্যবধানে তাদের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন পিএসজির ফ্যাভিয়ান রুইজ। তার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে লীগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেলো পিএসজি। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লেন্স।
Array