পেরুর দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের একটি সোনার খনিতে আগুন লেগেছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দক্ষিণ আমেরিকার দেশটির ইতিহাসে এটি অন্যতম খনি দুর্ঘটনা। খবর এনডিটিভির।
ফ্রান্সিসকো ইদমে মামানি নামের একজন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যা ঘটেছে তাতে আমরা হতভম্ব।
আরেকুইপা অঞ্চলের লা এস্পেরানজা-১ খনির ভেতরে শর্ট সার্কিট থেকে একটি সুড়ঙ্গে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর অফিস।
দুর্ঘটনার পরই সেখানে ভুক্তভোগীদের স্বজনরা ভিড় জমাতে শুরু করে। এসময় প্রিয়জনদের খোঁজে অনেকেই কাঁন্নায় ভেঙে পড়েন।
পাবলিক প্রসিকিউটর জিওভানি মাতোস জানিয়েছেন, খনির ভেতরে ২৭ জন মারা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আঞ্চলিক রাজধানী আরেকুইপা শহর থেকে ১০ ঘন্টার দূরত্বে অবস্থিত প্রত্যন্ত কনডেসুয়োস প্রদেশের খনিতে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।
তাছাড়া অগ্নিকাণ্ডের সময় খনিতে ঠিক কতজন শ্রমিক কাজ করছিলেন, সে সম্পর্কে নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশগুলোর একটি পেরু। দেশটি প্রতিবছর ১০০ টনের বেশি সোনা উৎপাদন করে, যা বিশ্বের মোট সরবরাহের প্রায় ৪ শতাংশ। খনি দুর্ঘটনায় সারা বিশ্বে প্রতি বছর বহু মানুষ প্রাণ হারান।
Array