রাহাত হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের সাথীপুর গ্রামের দরিদ্র কৃষক সুভাষ চন্দ্রের ২০ শতাংশ জমির ধান কেটে দেন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা ।
সোমবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল আলম রনির নেতৃত্বে এই এই মানবিক কাজে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
সুবিধাভোগী কৃষক সুভাষ চন্দ্র বলেন, আমি গরিব মানুষ, এতোগুলো ধান কাটতে গেলে আমার টাকা খরচ হতো। আমার ভালোই উপকার হলো। ছাত্রলীগ এবং প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়েছেন ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা মোর্শেদুল আলম রনি বলেন, “কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে আমরা দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। বেশ ভালো লেগেছে। আমরা ভবিষ্যতেও কেন্দ্রীয় ছাত্রলীগের যে কোনো নির্দেশনা মানতে বদ্ধ পরিকর”।
আরেক ছাত্রলীগ নেতা সাব্বির মাহমুদ শুভ বলেন “যেসব কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না, তারা আমাদের খবর দিলে আমরা ধান কেটে দিব। আজ থেকে এই কার্যক্রম শুরু করেছি। পুরো বোরো মৌসুমে আমরা এটা অব্যাহত রাখব ” ।
কর্মসূচিতে ছাত্রলীগের ইলিয়াস দেওয়ান, মশিউর রহমান মোমিন, জুয়েল রানা, মুন্না, বকুল, শুভ্র, মামুন, সজিব, অনিক, ফরহাদ, মাহবুবসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Array