টুঙ্গিপাড়া প্রতিনিধি: টুঙ্গিপাড়ায় ইউনিয়ন শাখার ছাত্রলীগের সভাপতি সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বলে জানা যায়।
সদ্য ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিটে। তারমধ্যেই অভিযোগ এসেছে উপজেলার ডুমরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান তালুকদার মাদক মামলায় সাজাপ্রাপ্ত।
গোপালগঞ্জে টুুুঙ্গিপাড়া, যেখানে শায়িত আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সেই বঙ্গবন্ধুর জন্মস্থানেরই এক ইউনিটের সভাপতি মাদকের সাথে যুক্ত যা প্রশ্নবিদ্ধ করেছে এশিয়ার সর্ববৃহৎ সংগঠনকে এমনটিই অভিযোগ করেছেন ইউনিয়ন ও স্থানীয় অনেক নেতৃবৃন্দরা।
উল্লেখ্য মেহেদী হাসান তালুকদারের পিতা মৃত এনায়েত হোসেন মাতা মাসুদা বেগম সে ১৬-৩-২০২৩ তারিখে বাংলাদেশ ছাত্রলীগ ডুমুরিয়া ইউনিয়নের সভাপতির দায়িত্ব পায়। তবে ইতিমধ্যে তার কু-কৃতি সম্পর্কে সকলে অবগত হয়েছে। সে একজন মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ব্যাক্তির থিম-অবৈদ মাদক ব্যবসায়ী। পিপিসিআর(168N2) ডিএমপিএর রুপনগর থানার,এফআইআর নং -১৯/২৫৫, তারিখ-২০ অক্টোবর, ২০১৯; সময় ২৩:৪৫ ঘটিকা,ধারা ৩৬(১) সারণির ১০(ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, এই মামলায় সে এজহারে অভিযুক্ত।সে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন কে কলুষিত করেছে।ডুমরিয়া ইউনিয়ন ছাত্রলীগের অনেক নেতাকর্মী তাকে বহিষ্কারের দাবী জানায়।
মেহেদীর মত কর্মীর কারনে ছাত্রলীগ কেন প্রশ্নবিদ্ধ হবে এমনটা বলেও দ্রুত সাংগঠনিক ব্যবস্থার দাবী জানায় নেতাকর্মীরা।
Array