ajkalerbarta
06th May 2023 1:09 pm | অনলাইন সংস্করণ
রাজধানীর মতিঝিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম সাইফুল ইসলাম (৩৯)।
শুক্রবার রাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামীম হোসেন বলেন, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকের চালান আনা-নেওয়ার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। সাইফুল এর আগেও একবার ফরিদপুর থেকে গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
Array