রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ একটি রাষ্ট্র। সীমিত সামর্থ্যের মধ্যে সরকারের ব্যাপক উন্নয়নের কারণে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে ভাল।
তিনি গ্রামীণ জনপদের উন্নয়নের ব্যাপারে বলেন প্রত্যন্ত গ্রামে যেসব রাস্তা কাঁচা রয়েছে তা আগামী তিন বছরের মধ্যে পাকাকরণ করা হবে।
হুইপ বলেন, আমরা ঘরে ঘরে ফ্রিল্যান্সার তৈরী করবো। এজন্য দ্রুতই ইউনিয়ন পর্যায়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু হবে। ২০২৭ সালের মধ্যে জয়পুরহাট জেলায় ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরী করার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট ডায়াবেটিক সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা ও ২০ শয্যা বিশিষ্ট নব-নির্মিত হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ কেএম জোবায়ের গালীব, জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল, ২০ শয্যা বিশিষ্ট নব-নির্মিত হাসপাতাল নির্মাণ কমিটি আহবায়ক মোমিন আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জয়পুরহাট প্রেসকাব এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু ও জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সহ সভাপতি ও জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আনোয়ারুল হক আনু, সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সমিতির কার্যনির্বাহী সদস্য আব্দুল আলীম, সদস্য জাহিদ ইকবাল প্রমুখ।
Array