পঞ্চগড় প্রতিনিধি: শীত ঋতু না। তবে বৈশাখেও কুয়াশার চাদরে ঢেকে গেছে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা।
মঙ্গলবার (২ মে) সকালে জেলার বিভিন্ন এলাকা কুয়াশায় ঢেকে ছিল।সেই সাথে ঠাণ্ডা অনুভূত হয়েছে ভোর থেকে।আবহাওয়া অফিস বলছে, এটা কুয়াশা না ধূলিকণা থেকে সৃষ্ট।
জানা যায়,সোমবার রাত যত গভীর হচ্ছে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশায় ঢেকে যাচ্ছিল।এ দিন সকাল থেকে দাবদাহ ছিল বেশি।রাতেও ছিল ভ্যাপসা গরম যদিও মঙ্গলবার ভোরে ঠাণ্ডা অনুভূতি হয়েছে।জেলার বিভিন্ন এলাকায় কুয়াশায় ঢেকে গেছে। গ্রীষ্মকাল চলছে ভরা গরমের মৌসুমেও ঠাণ্ডা যদিও শীত আসতে আরো ছয় মাস বাকী রয়েছে।.
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান,মঙ্গলবার কুয়াশার মতো যে সকালটি দেখা গেছে, সেটা মূলত কুয়াশা না। এটা ধূলা-বালি থেকে সৃষ্ট।
সারাদিন ধূলা বালির কণাগুলি আকাশে উরে। রাত গভীর হওয়ার পর সেটা জলীয়বাষ্পে আকাশ থেকে নেমে জমিন থেকে কিছুটা উপরে থাকে। সেটাকে আমরা কুয়াশা হিসেবে দেখতে পাই।সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।আজ মঙ্গলবার সকাল ৭ টায় ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
Array