ajkalerbarta
02nd May 2023 8:20 pm | অনলাইন সংস্করণ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কর্ণফুলী নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ।
সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল উল্লাহ বলেন, ওই নারীর আনুমানিক বয়স ৪০। তার পরনে সাদা কাপড় ছিল। তার পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের কেউ কেউ বলছে পাগল। তবে তার পরনে থাকা কাপড় দেখে পাগল মনে হয়নি। আমরা খোঁজ নিয়ে দেখছি। মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
মঙ্গলবার (২ মে) দুপুর ২টার দিকে উপজেলার চরখিদিরপুর ইউনিয়ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি বোটে করে সদরঘাট নৌ থানায় নিয়ে আসা হয়।
Array