নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে অবৈধ ভাবে মাটি অন্যর কৃষি জমি হতে রাতের আঁধারে কেটে নিচ্ছে ইউপি সদস্য রফিকুল ইসলাম। দীর্ঘ দিন ধরে রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত ব্যাকু ব্যবহার করে রাতে বেলায় ফসলি কৃষি জমি হতে মাটি কেটে বিভিন্ন কম্প্যানি ও ইটের ভাটায় বিক্রয় করে বলে জানাগেছে।
সাদিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম বরাবো ইউনিয়ন ভুমি অফিসে সংলগ্ন কৃষি জমি হতে অবৈধ ভাবে মাটি কেটে নিচ্ছে। স্থানীয় এলাকা সূত্রে জানা যায়, ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে রাজি নয় , স্থানীয় এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। রাস্তাঘাট বাড়িঘর ধুলাবালিতে অন্ধকার হয়ে যায়। ব্যকু ও ড্রাম ট্রাকের কে চলাচলে রাস্তা বেহাল দশা। নাম না প্রকাশ করার শর্তে বরাবো এলাকার
স্থানীয় এক বাসিন্দা জানান, ওমা কেউ যদি বাঁধা দিতে যায়, মাথা কেটে নিয়ে যাবে রফিকুল ইসলাম মেম্বার। শুধু সে একানয় তার সাথে রয়েছে সিন্ডিকেট, যার মাধ্যমে সবাইকে মেনেজ করে
বিভিন্ন কম্প্যানি ও ইটের ভাটায় মাটি বিক্রয় করে। যার জমির মালিক রয়েছে তাদের অনুমতি ছারা, রফিক মেম্বারের সিন্ডিকেটের লোকজন মাটি কেটে নিচ্ছে।
সাদিপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম জানান, আমি দীর্ঘদিন ধরে এমপি মহোদয় বরাদ্দের দেওয়া রাস্তা কাজ নির্মাণের কাজ করেতেছি। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় এলাকায় কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সোনারগাঁ উপজেলা সরকারি কমিশনার ভূমি ইব্রাহিম জানান, অভিযোগ পেলে বেবস্থা গ্রহন করবো।
Array