ajkalerbarta
01st May 2023 12:02 pm | অনলাইন সংস্করণ
পুরান ঢাকার গেন্ডারিয়ায় ধূপখোলা মাঠের পাশে আগুন লেগেছে। রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার সকাল ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর আসে। সূত্রাপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
Array