আজ মহান মে দিবস। সারাবিশ্বের সকল শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ। শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন ও অনুপ্রেরণা যোগায় মে দিবস।
সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও দিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। মে দিবস উপলক্ষ্যে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনটিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি
মে দিবসের কর্মসূচিতে বাংলাদেশ সনাতন পার্টি জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ও বস্ত্র বিতরণ করে।
“মালিক-শ্রমিক নির্বিশেষ, গড়বো সোনার বাংলাদেশ”, শ্রমিকের অধিকার, বাংলাদেশ সনাতন পার্টির অঙ্গিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে তাদের এই কর্মসূচি পালন করা হয়।
১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বব্যাপি দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসাবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। স্বাধীনতাত্তোর বাংলাদেশে ১৯৭২ সালে পহেলা মে’কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মে দিবস হিসেবে স্বীকৃতি দেন এবং সরকারী ছুটি ঘোষণা করেন।
কর্মসূচিতে মেহনতি মানুষকে মহান মে দিবসের শুভেচ্ছা জানায় বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত) ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালিপদ চক্রবর্তী।
সমাবেশে বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত) বলেন মহান মে দিবস শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। বৈশ্বিক অর্থনৈতিতেও ঈদের আগ মুহূর্ত পর্যন্ত দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমজীবী মানুষেরা তাদের শ্রম দিয়ে গেছেন। তবে মালিকরাও শ্রমিকদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন; এটাই আমাদের প্রত্যাশা।
সনাতন পার্টির মূলনীতি থাকবে সমাজের খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।
এছাড়াও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালিপদ চক্রবর্তী বলেন বাংলাদেশ সনাতন পার্টি অতীতেও শ্রমজীবী মানুষের পাশে ছিলো ভবিষ্যতেও মেহনতি মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে। বাংলাদেশ সনাতন পার্টি এদেশের আপামর জনগণের পার্টি শ্রমিক মজুর সকলের পার্টি। দেশের উন্নয়নে শ্রমিকের উন্নয়নে সনাতন পার্টি কাজ করে যাবে।
এসময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সম্মিলিত সনাতন পরিষদের সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস বিশেষ অতিথি প্রদীপ কুমার আচার্য ও এ্যাডভোকেট প্রহ্ল্লাদ চন্দ্র সাহা। এছাড়াও সঞ্চালনায় ছিলেন দীপংকর বেপারী।
Array