পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি ) নবনিযুক্ত ট্রেজারার
উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ও কৃষি অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মদ আলী বঙ্গবন্ধু প্রতিকৃততে পুষ্পস্তবক অর্পণ করেন।
রবিবার (৩০ এপ্রিল ) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ও কৃষি অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মদ আলীকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
একইদিন দিন সন্ধ্যা ৫ঃ৩০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ও কৃষি অনুষদের মধ্যে অবস্থিত বঙ্গবন্ধু প্রতিকৃততে পুষ্পস্তবক অর্পণ করেন পবিপ্রবি’র নবনিযুক্ত ট্রেজারারের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ও কৃষি অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন পবিপ্রবি’র প্রক্টর, রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী।
এ সময় প্রফেসর মোহাম্মদ আলী মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “শিক্ষা খাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করার পাশাপাশি তাঁর উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
Array