মো: শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১ লা মে জাতীয় শ্রমিক দিবস পালিত হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে দশটার দিকে কলেজ মোড় ফজলুর রহমান মার্কেটের দোতালায় ভোলাহাট ফার্নিচার শ্রমিক ইউনিয়ন কর্তৃক শ্রমিক দিবসের একটি বার্ষিক সাধারণ সভা পালন করা হয়। এর আগে বেলা সাড়ে নয়টার দিকে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ গেট থেকে কলেজ মোড় মুজিব চত্বর পর্যন্ত একটি মানববন্ধন র্যালি করা হয়।
উক্ত র্যালির প্রতিপাদ্য বিষয় ছিল,
শ্রমিকদের নিজ নিজ বকেয়া বেতন পরিশোধ করতে হবে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ জাতীয় সংসদ সদস্য মোঃ জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা।
আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি, উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ ভোলাহাট শাখার সাধারণ সম্পাদক ও ২নং কাউন্সিল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলি শাহ, ভোলাহাট ছাত্রলীগ সভাপতি টুইংকেল, ভোলাহাট ১ নং ইউনিয়ন চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান।
উক্ত সভায় সংসদ সদস্য মোঃ জিয়াউর রহমান উপস্থিত না থাকায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি।
বক্তৃতায় তিনি বলেন, আজ ১ লা মে জাতীয় শ্রমিক দিবস। এ সভায় যারা উপস্থিত আছেন তারা সবাই শ্রমিক।
তিনি আরো বলেন,বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এ বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছে। এই স্মার্ট বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
Array