জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এক দফার আন্দোলনে শরিক হতে হবে। আর সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।
শহরের ধানশিরা ঈদগাহ মাঠে জয়পুরহাট জেলা বিএনপির আয়োজনে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমিনুর রহমান বকুল, জয়পুরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. হেনা কবীর.পাঁচবিবি উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান,কালাই উপজেলার বিএনপির আহ্বায়ক ইব্রাহিম ফকির, আক্কেলপুর পৌর বিএনপির আহবায়ক আলমগীর চৌধুরী বাদশাহ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ,মহিলা দলের সিনিয়র সহ সভাপতি রুলি আক্তার, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল প্রধান, যুগ্ম আহবায়ক রেজভী আহমেদ, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
Array