বার্তা কক্ষ
29th Apr 2023 6:37 am | অনলাইন সংস্করণ
শরীয়তপুরে একটি বসতবাড়ির পাশ থেকে ২৪টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিণ বড় কাচনা গ্রামের সাইয়েদ মাস্টারের বাড়ির পাশ থেকে চারটি ব্যাগ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নাগেরপাড়া দক্ষিণ বড় কাচনা গ্রামের সাইয়েদ মাস্টারের ঘরের পেছনে চারটি ব্যাগে বোমা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এমন সংবাদ পেয়ে বিকেলে ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো উদ্ধার করে পুলিশ।
গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার আজকালের বার্তাকে বলেন, বিকেলে থানা পুলিশ গিয়ে ২৪টি বোমা উদ্ধার করেছে। এখন বোমাগুলো থানায় আছে। ধারণা করা হচ্ছে, বরিশাল ও শরীয়তপুরের সীমানা এলাকায় আধিপত্য বিস্তার করতে বোমাগুলো রাখা হয়েছিল।
Array