বার্তা কক্ষ
28th Apr 2023 9:20 am | অনলাইন সংস্করণ
পদ্মা সেতুতে নিয়ম লঙ্ঘনের দায়ে বৃহস্পতিবার ১০ যানবাহনকে সাড়ে ৩২ হাজার টাকা জরিমানা করেছে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ।
পদ্মা সেতুতে ৬০ কিলোমিটার বেগে যান চলাচলের নির্দেশনা থাকলেও ১১০ কিলোমিটার বেগেও যান চালানো হচ্ছে। অতিরিক্ত গতির কারণে একটি বাস, তিনটি প্রাইভেট কার ও একটি পিকআপকে জরিমানা করা হয় বলে জানিয়েছে বাসস।
এছাড়া সার্ভিস লেন ক্রস করে মূল লেনে চলে আসায় তিনটি মোটরসাইকেল এবং সেলফি তোলার কারণে অন্য দুটি বাইককে জরিমানা করা হয়।
এর আগে আরও ৫৭টি বাইক এবং দু’টি প্রাইভেট কার ও একটি পিকাপকে এর আগে ১ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়।
Array