জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট পদ্মা ফিড এন্ড চিকস্ লি: এর ডিলার সম্মেলন -২০২৩ এবং নিরাপদ প্রোটিন উৎপাদনে ডিলারদের ভুমিকা শীষর্ক আলোচনা সভা গতকাল বিকেলে স্থানীয় চাইনিজ রেষ্টুরেন্ট সপ্নছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পদ্মা ফিড এন্ড চিকস্ লি: এর ব্যাবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট্য ব্যবসায়ী সিআইপি আনোয়ারুল হক আনু।
উক্ত অনুষ্ঠানে পদ্মা ফিড এন্ড চিকস্ লি: এর কো: চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি মমতাজ উদ্দিন মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মাফুজার রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী ও সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা , বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী সাবেক চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, পিএসও ডঃ মামুনুর রশিদ, ভেটেনারী অফিসার ডাঃ মোঃ রোস্তম আলী, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান , ডাঃ রাশেদুল ইসলাম , প্রানিপুষ্ঠিবীদ ফুনিন্দনাথ সাহা, কোঃ পরিচালক সেখর চন্দ্র সাহা , সাবেক চেম্বার সভাপতি বেলায়েত হোসেন লেবু , জয়পুরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাকিম ফররোখ , সাবেক সাধারন সম্পাদক খ. ম আব্দুর রহমান রনি প্রমুখ ।
২২ সালে পোল্ট্রিতে প্রথম পুরস্কার লাভ করেন সম্রাট ফিড এন্ড চিকস ১৫৫ সি সি ইয়ামাহা মটর সাইকেল,২য় পুরস্কার মাফু ট্রেডার্স সুজুকি মটর সাইকেল। তৃতীয় পুরস্কার ২ টি প্রতিষ্ঠান মাহাতাব পোল্টি এন্ড হ্যচারী এবং সততা পোল্ট্রি বাজাজ ১২৫ সিসি ২ টি মটর সাইকেল।
মৎস্যতে প্রথম পুরুস্কার লাভ করেন হাসান ট্রেডার্স ৫২”এলইডি টিভি,২য় হাবিবা ট্রেডাস ৪২” এলইডি টিভি,৩য় ভাই ভাই ট্রেডার্স ৩২” এলইডি টিভি।
এছাড়াও সকল ডিলারদের শুভেচ্ছা উপহার এবং রাফেল ড্রতে ছিল ১০ টি পুরস্কার ।
Array