বার্তা কক্ষ
26th Apr 2023 4:55 pm | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলায় যাত্রী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ভূমি অফিসের তহসিলদারসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার (২৬ এপ্রিল) পৌনে ১০টার দিকে উপজেলার চুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা তানজিন বিষয়টি। নিশ্চিত করেছেন।
নিহতারা হলেন- দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলোয়ারী ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার বাবুল হোসেন (৫৫) ও কম্পিউটার অপারেটর সোহান (২৮)। তারা সম্পর্কে মামা-ভাগিনা।
প্রত্যক্ষদর্শী রহমান হোসেন বলেন, দুজন মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তহসিলদার বাবুল হোসেন ও তার ভাগিনা কম্পিউটার অপারেটর সোহান মারা যান
Array