রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিং করবে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচেও একাদশে জায়গা হয়নি লিটন দাসের। তবে ইম্প্যাক্ট ক্রিকেটারের তালিকায় আছেন বাংলাদেশি এই উইকেটকিপার ব্যাটার।
কলকাতা নাইট রাইডার্স: জগদীসান, জেসন রয়, ভেঙ্কেটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেভিড ভিসে, বৈভব অরোরা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বিরাট কোহলি (অধিনায়ক), শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমর, দিনেশ কার্তিক, সুয়শ প্রভুদেসাই, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড উইলি, বিজয়কুমার ভিশক, হার্ষাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ।
এর আগে দুই ম্যাচ ডাগআউটে কাটানোর পর একাদশে জায়গা পেয়ে সেই সুযোগ নষ্ট করেন লিটন। নিজের প্রথম ম্যাচে মাত্র ৪ রানে আউট হন লিটন। আরও বড় হতাশার দৃশ্য তিনি উপহার দিয়েছেন উইকেটকিপিংয়ে। দিল্লির বিপক্ষে অন্তত দুটি সহজ স্টাম্পিং মিস করেন তিনি।
Array