মুনাফায় ধস নেমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের। কোম্পানিটির চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
মঙ্গলবার (২৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, বিদ্যুৎ খাতের কোম্পানিটির উল্লেখিত সময়ে শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা। যা ২০২২ সালে ছিল ৩ টাকা ২ পয়সা।
তাতে চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে ডরিন পাওয়ারের ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭৯ পয়সা। যা এর আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭ টাকা ৩৬ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ৫ টাকা ৫৭ পয়সা। তাতে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৭১ পয়সা।
কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১৮ কোটি ১১ লাখ ১৮ হাজার ৯০২টি। ২০২২ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৮ শতাংশ নগদ এবং ১২ শতাংশ বোনাস। কোম্পানিটির শেয়ার মঙ্গলবার দিনের শুরুতে লেনদেন হয়েছে ৬১ টাকায়।
Array