পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পরিবার-প্রিয়জনের সঙ্গে টানা পাঁচদিন ছুটি কাটানোর পর রেলপথে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। স্টেশনগুলো ঘুরে দেখা গেছে, প্লাটফর্মে ট্রেন থেকে নামছেন শত শত মানুষ। কর্মব্যস্ত শহরে কর্মের তাগিদে তাদের আবার ফিরে আসা।
সোমবার (২৪ এপ্রিল) ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মস্থলে যোগ দিতে পরিবারের অন্যান্য সদস্যদের রেখে আপাতত একাই এসেছেন অনেকে। এছাড়া অনেকে আবার পুরো পরিবারসহ এসেছেন।
স্টেশন সূত্রে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ছয়টি লোকাল ও ১৪টি আন্তঃনগর ট্রেন ঢাকায় এসেছে।
ভৈরব থেকে আসা এগারসিন্দুর এক্সপ্রেসের যাত্রী সুজন মিয়া বলেন, ঢাকায় এক মহাজনের দোকানে কাজ করি। দোকান খুলতে হবে বিধায় তিনদিনের ছুটি শেষে আজ ঢাকায় ফিরলাম।
তিনি বলেন, আজ ঢাকায় আসতে কোনো সমস্যাই হয়নি। নিজের আসনেই বসে আসতে পেরেছি। ট্রেন ঠিক সময়ে ভৈরব থেকে ছেড়েছে। ট্রেনের ভেতরে দাঁড়িয়ে তেমন যাত্রী ছিল না। হয়তো আজ লোকজন কম ফিরছে বলে তেমন কোনো ভোগান্তি হয়নি।
ভাওয়াল এক্সপ্রেসের যাত্রী আশিকুর রহমান বলেন, আমি পড়াশোনা করি। সামনের মাসে পরীক্ষা আছে। তাই মাত্র পাঁচদিন বাড়িতে কাটিয়ে যাতায়াতের ভোগান্তি থেকে বাঁচতে আজই চলে এসেছি। দু’দিন পর তো ট্রেনের টিকিট পাওয়া কঠিন হয়ে যাবে। আজ আসতে কোনো সমস্যা হয়নি। খুব ভালোভাবে আসতে পেরেছি।
একই ট্রেনের আরেক যাত্রী বলেন, আমার আগামীকাল থেকে অফিসে যোগদান করার কথা। তাই ভোগান্তি এড়াতে পরিবার নিয়ে আজই চলে আসলাম। বাড়ি থেকে দ্রুত আসায় মনটা একটু খারাপ হয়েছে। তবে পথে কোনো ভোগান্তি পোহাতে হয়নি।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফসার উদ্দিন বলেন, আজ সব ট্রেন ঠিক সময়ে এসেছে ও ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত (১২টা) দেশের বিভিন্ন গন্তব্য থেকে ছয়টি লোকাল ও ১৪টি আন্তঃনগর ট্রেন ঢাকায় এসেছে পৌঁছেছে। সারাদিনে ৫২টি ট্রেন ঢাকা স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।
Array