বার্তা কক্ষ
23rd Apr 2023 9:47 pm | অনলাইন সংস্করণ
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নীচ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট।
রোববার (২৩ এপ্রিল) রাত ৯টা ২১মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, আমরা আজ রাত ৯টা ২১মিনিটে কারওয়ানবাজার টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নীচ তলায় আগুন লাগার সংবাদ পায়। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও আসেনি।
Array