সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০টায় দরবার শরিফের মাঠে বিভিন্ন জেলা থেকে আগত ও স্থানীয় ৩০ গ্রামের প্রায় সাড়ে তিন হাজার নারী-পুরুষ ঈদের নামাজে অংশ নেন।
এরপর ১১টায় সেখানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় এই দরবার শরিফের অর্ধ লক্ষেরও বেশি ভক্ত ঈদুল ফিতর উদযাপন করেছেন।
সুরেশ্বর দরবার শরিফ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে ইমামতি করেন পীর ছৈয়দ শাহ বেলাল নূরী। নামাজ শেষে বিশ্ব উম্মাহর জন্য দোয়া করেছেন উপস্থিত মুসল্লিরা।
সুরেশ্বর দরবার শরিফের পার্শ্ববর্তী কেদারপুর, হালৈসার, চাকধ ও চন্ডিপুরসহ দরবার শরিফকে অনুসরণ করে পিরোজপুর, ভোলা, মাদারীপুর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, নেত্রকোণাসহ দেশের প্রায় ২০টি জেলায় দরবারের ৫০ হাজার ভক্ত পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
নারায়ণগঞ্জ থেকে সুরেশ্বর দরবার শরিফে ঈদের নামাজ আদায় করতে আসা আলী আজগর বলেন, সুরেশ্বরীর দরবারের মাটিতে পা রাখলে আমার অন্তর শীতল হয়। রমজানের রোজা শেষে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম।
নামাজ শেষে কথা হয় দরবার শরিফের প্রশাসনিক কর্মকর্তা (প্রধান খাদেম) মুনছুর আলী মৃধার। তিনি বলেন, শরীয়তপুরসহ বিভিন্ন জেলার প্রায় সাড়ে তিন হাজার ভক্ত-অনুসারী নামাজে অংশ নিয়েছেন। সারাদেশে সুরেশ্বর দরবার শরিফের প্রায় ১০ লাখ ভক্ত রয়েছে। এর মধ্যে ৫০ হাজারেরও বেশি অনুসারী নিজ নিজ এলাকায় ঈদের নামাজের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সুরেশ্বর দরবার শরিফে প্রায় ১০০ বছর ধরে একদিন আগে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ ও আনন্দ উৎসব নির্বিঘ্নে করার জন্য পুলিশ তাদের সহযোগিতা করেছে।
Array