• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শেখ হাসিনা দুখী মানুষের মুখে হাসি ফুটিয়েছেন – পলক 

     বার্তা কক্ষ 
    21st Apr 2023 5:16 pm  |  অনলাইন সংস্করণ

    মোঃ আল আমিন, সিংড়া: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। তিনি বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং স্মাট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন।

    শুক্রবার (২১ এপ্রিল) সকালে নাটোরে সিংড়া পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে ঈদের শুভেচ্ছা উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তবো তিনি এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রীর পলক বলেন, জননেত্রী শেখ হাসিনার সৎ, সাহসি, দূরদর্শীতায় নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। তিন বছরের করোনায় লাখ লাখ কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছিল। সারাবিশ্বের অর্থনীতি অচল হয়ে পড়েছিল। সর্বোপরি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে তেল-গ্যাসসহ খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছিল। কিন্তু আমাদের বাংলাদেশেও তেল, গ্যাস, চাল, ডাল, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। আমি সবার প্রতি অনুরোধ করবো, অনেকে রাজনৈতিক কারণে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। আজ শ্রীলংকা-পাকিস্তান ঢেউলিয়া হয়ে গেছে। সেই দেশে বিদ্যুৎ নেই, খাবার নেই, তেল নেই। সেই অবস্থায় আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনার সৎ, সাহসি, দূরদর্শীতা, দায়িত্বশীলতার কারণে এশিয়া, ইউরোপ, আমেরিকা অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি।

    পলক আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার ১৪ বছরে যত বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা দিয়েছে, যা বিগত দিনে কোনো সরকার দিতে পারেনি। জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে যেনও কোনো ইফতার সমাবেশ না করে অর্থ অপচয় না করে। যারা অসহায়, দরিদ্র, গরীব যাদের খাবারের ব্যবস্থা নেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেইসব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে। আমরা সিংড়া পৌর এলাকায় ১ হাজার এবং পৌরসভার বাইরে ২ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দিচ্ছি। এছাড়াও আমাদের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহার ঘরে যারা বসবাস করছে, তাদের ঘরে ৪ হাজার খাবার প্যাকেট ও উপহার দিয়েছি।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ