দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় মাঠ দিনাজপুর গোর-এ শহিদ বড় ময়দানে। ঈদের জামাতকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি। আধুনিক স্থাপত্য শৈলী ও সৌন্দর্যমন্ডিত এই মাঠ সেজেছে নতুন সাজে।
২০১৭ সালে নির্মিত ৫২ গম্বুজের এই ঈদ গাহ মিনার তৈরি করতে খরচ হয়েছে প্রায় চার কোটি টাকা। আয়তনের দিক থেকে প্রায় সাড়ে বাইশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই মাঠে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে । এটি হবে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ জামাত, এমনটাই দাবি জেলাবাসীর ।
ঈদ জামাতকে ঘিরে ব্যাপক উৎসাহ সকলের মাঝে। দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ মানুষ আসবে, তাইতো গর্ব আর নতুন পরিচয়ের নিদর্শন হয়ে দাঁড়িয়েছে এই মাঠ। বললেন শহর যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন।
মাঠের প্রস্তুতি দেখতে আসা ডা. শাহীন আলম রাজ বলেন, মুরুব্বিদের কাছে শুনেছি বড় জামাতে নামাজ আদায় করলে বেশি সওয়াব,সেই চিন্তা ধারা থেকেই পরিবারের সকলেই এখানেই ঈদের নামাজ পরবো।
মিনারের উদ্যোক্তা ও পরিকল্পনাকারী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, চাল-লিচুর জেলা হিসেবে পরিচিত দিনাজপুর, তবে দেশ-বিদেশের সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে গোর-শহিদ বড় ময়দান দিনাজপুরকে একটি নতুন রুপ দিয়েছে।
জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, ঈদের দিন সকাল নয়টায় অনুষ্ঠিত হবে জামাত। অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করিম জানান, বিভিন্ন স্তরের নিরাপত্তার চাদরে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
Array