দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছেন । এ ঘটনা গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।
বৃহস্পতিবার দিনাজপুর টু ঢাকা মহাসড়কের চিরিরবন্দর উপজেলার উচিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে । নিহতারা হলেন উত্তম কুমার, ও তার স্ত্রী পল্লবী, তাদের সন্তান অর্নব ও ভাগিনা অপূর্ব।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোঃ জিন্নাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন ।
জানা যায়, পরিবারের সকলে কবিরাজি চিকিৎসার জন্য সিএনজিতে করে শিকদার হাটের দিকে যাচ্ছিলেন । পথিমধ্যে উচিতপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী কোচ ধাক্কা দিয়ে পালিয়ে যায় । দুমড়ে মুচরে যায় সিএনজি , এতে ঘটনাস্থলেই নিহত হন দুইজন আর হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যায় ।
এ দিকে ঘটনার পর তাৎক্ষণিক ছুটে গিয়ে সেই পরিবারকে সান্তনা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম । উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ।
Array