জয়পুরহাট প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে বাংলাদেশ কৃষক লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এর মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কৃষক লীগের সভাপতি নারীও শিশু স্পেশাল পিপি এ্যাড. ফিরোজা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল সরকার, সদর উপজেলার সভাপতি আনোয়ার হোসেন, দফতর সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
Array