কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আগুনে পুড়ে দুই বোনের মৃত্যু হয়েছে।
মৃতরা হচ্ছে- সোনিয়া (৮) ও সর্মিলা (২)। তারা উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিঘলকান্দি গ্রামের দুখু মিয়ার মেয়ে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, দুপুরে শিশু দুটি ঘুমাচ্ছিলো আর তাদের মা রান্না করছিলেন। এমন সময় রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। আগুনে এক প্রতিবেশীর ঘরও পুড়ে গেছে।
এ বিষয়ে রিফাইতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদ বাবলু বলেন, আগুনে দুই বোনের মৃত্যু হয়েছে। দুটি পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে। দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ বলেন, খুবই দুঃখজনক ঘটনা। দুই কন্যা শিশুর মৃত্যুর ঘটনা শোনার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। আগামীতেও তাদের সহযোগিতা করা হবে।
Array