রাজধানীর ওয়ারীতে আগুন লেগেছে। সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট যোগ দিয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। রাত ২টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পোস্ট অফিসের গলিতে পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ ট্রান্সফরমার ব্লাস্ট হয়। এরপর সামনে থাকা বেবিশপ নামের শোরুমে ধোঁয়া দেখা যায়। পরে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।
আবাসিক এলাকায় আগুন লাগার কারণে আশপাশের বাসিন্দারা সবাই বাসা থেকে বের হয়ে রাস্তায় অবস্থান করছেন।
বেশ কয়েক দিন ধরেই রাজধানীতে আগুনের ঘটনা ঘটছে। গত ৪ এপ্রিল আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঢাকার বঙ্গবাজার। গেল বৃহস্পতিবার পুরান ঢাকার নবাবপুর রোডে আগুন লেগে পুড়ে যায় ২০টি গুদাম। আর শনিবার ভোরে আগুন লাগে ঢাকা নিউমার্কেটের পাশে নিউ সুপারমার্কেটে। এতে পুড়ে যায় আড়াই শতাধিক দোকান।
Array