পঞ্চগড় প্রতিনিধি: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পঞ্চগড়ে কর্তৃক গরীব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা।
আজ ১৮ এপ্রিল ২০২৩ খ্রি: পুলিশ লাইন্স পঞ্চগড় ড্রিল শেডে জেলা পুলিশ পঞ্চগড়ের আয়োজনে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পঞ্চগড়ের এর পক্ষ থেকে গরীব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পঞ্চগড়ের এর সভানেত্রী জনাব মনিরা ইয়াসমিন আঁখি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার,পঞ্চগড়, জনাব এস,এম, সিরাজুল হুদা পিপিএম।
অনুষ্ঠানে সম্মানিত পুনাক সভানেত্রী সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সবসময় মানবিক কাজে অংশগ্রহণ করে এবং গরীব, দুস্থ মানুষের পাশে দাঁড়ায়।তারই ধারাবাহিকতায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এসময় তিনি উপস্থিত সকলের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রিতু ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ রাকিবুল ইসলাম সহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সদস্যবৃন্দ।
Array