দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকশী বাচ্চু ও সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল নির্বাচিত হন।
দিনাজপুর প্রেসক্লাবের দ্বি বাষিক নির্বাচনে ১৪৩০-১৪৩১ পূনরায় সভাপতি নির্বাচিত স্বরুপ বকসী বাচ্চু প্রাপ্ত ভোট(৪২) নিকটতম প্রতিদ্বন্দ্বী চিত্ত ঘোষ পেয়েছেন ২৩ ভোট, সহ সভাপতি দুইটি পদে বিজয়ী হয়েছেন শাহ আলম শাহী(৪২) ও কংকন কর্মকার (৩৪), সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল প্রাপ্ত ভোট(৪২), নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার পেয়েছেন (২৩) ভোট, সহ সাধারন পদে পূনরায নির্বাচিত হয়েছেন রতন সিং প্রাপ্ত ভোট (৪১), নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন আহম্মেদ পেয়েছেন ২২ ভোট,কোষাধ্যক্ষ পদে পূনরায় বিজয়ী হয়েছেন রফিকুল ইসলাম ফুলাল প্রাপ্ত ভোট(৩৬), নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপুল কুমার সরকার সানি পেয়েছেন ২৭ ভোট, ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বেলাল উদ্দিন সিকদার রুবেল প্রাপ্ত ভোট (৩৯) নিকটতম প্রতিদ্বন্দ্বী মোফাসিরুল রাশেদ মিলন পেয়েছেন ২৩ ভোট, সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ফখরুল হাসান পলাশ প্রাপ্ত ভোট (৪০), নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত হোসেন পেয়েছেন ২৪ ভোট, দপ্তর সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দেলোয়ার হোসেন প্রাপ্ত ভোট (৩৯), নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক পেয়েছেন ২২ ভোট, এছাড়াও ৪ টি সদস্য পদে বিজয়ী হয়েছেন, মোঃ খাদেমুল ইসলাম প্রাপ্ত ভোট (৪২), শাহরিয়ার শহীদ মাহবুব হিরু প্রাপ্ত ভোট (৪১),রিয়াজুল ইসলাম প্রাপ্ত ভোট(৩৯),বাবু আহম্মেদ বাব্বা পেয়েছেন ৩০ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কোন প্রার্থী না থাকায় সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে কাশী কুমার দাস ঝন্টু এবং তথ্য , গবেষনা ও প্রচার সম্পাদক পদে বিজয়ী হয়েছেন কৌশিক বোস, মোট ভোটার ৬৫ জন।
Array