জোবায়ের হোসেন রিহান, ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এই হামলার জন্য যুবদল-যুবলীগ পরস্পরকে পাল্টাপাল্টি দোষারোপ করেছেন।
জানা যায়, ফরহাদ নগরের ভোরবাজার সংলগ্ন যুবদল কর্মীর বাসায় পারিবারিক ইফতার অনুষ্ঠানে যোগ দেয় সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। ইফতার শেষে তিনি ফেনীতে আসার জন্য ভোরবাজারে এলে তাকে জোরপূর্বক মাদ্রাসার পিছনে নির্জন স্থানে নিয়ে হামলা চালায় ১৫/২০ জন যুবক।
এসময় তারা শাহাদাতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ফেনী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী জানান, অবৈধ সরকারের নির্দেশে যুবলীগের সশস্ত্র বাহিনী প্রকাশ্যে শাহাদাতের উপর হামলা চালিয়েছে। আমরা এ বিষয়ে আদালতের কাছে বিচার চাইবো।
এদিকে হামলার দায় অস্বীকার করে ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন জানান, ফরহাদ নগরে যুবদলের কয়েকটি গ্রুপ রয়েছে। তাদের সংগঠন নানাভাবে বিভক্ত। দলীয় কোন্দলের কারণে নিজ দলীয়রা তার ওপর হামলা করেছে। হামলার ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নয় বলেও দাবি করেন তিনি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Array