আমিনুল ইসলাম বাবুঃ সাভার উপজেলার সাভার মডেল থানা ধীন কাউন্দিয়া ইউনিয়নে দুই সাংবাদিককে প্রাণে মেরে ফেলার হুমকি। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে জুম্মা নামাজের পর মধ্যপাড়া শাহী মসজিদের ভিতরে এবং বাহিরে জনসম্মুখে রাজু (৩০) ও রাসেল ওরফে ল্যাংড়া রাসেল (৪২) নামে দুইজন ব্যক্তি প্রকাশ্যে সাংবাদিককে মেরে ফেলার হুমকি প্রদান করেন। থানায় জিডি হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি কাউন্দিয়া ফাঁড়ি অফিসার ইনচার্জ সুব্রত।
জানা যায়, কাউন্দিয়া মধ্যপাড়া শাহী জামে মসজিদে একটি দরজা দান করা’কে কেন্দ্র করে সামাজিক বিচারিক কাজ চলাকালীন অন্যান্য মুসল্লিদের মধ্যেও উপস্থিত ছিলেন, সাংবাদিক ভুইয়া কামরুল হাসান সোহাগ ও এস এম আর শহিদ। সেই সামাজিক বিচার অবস্থায় অভিযোগকারী এবং অভিযুক্তকারীর বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুল মালেক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে ব্যাখ্যা চাইলে উক্ত কমিটির সাধারণ সম্পাদক মোঃ করিম ও বিবাদী রাসেল ওরফে লেংড়া রাসেল (৪২), তাদের উসকানিতে বিবাদী রাজু (৩০), পিতা-রজ্জব আলী। সহ অজ্ঞাত ৫ /৬ মসজিদ এর ভিতরে এবং বাহিরে জন সম্মুখে ভূইয়া কামরুল হাসান সোহাগ. ও এস এম আর শহিদ কে অতর্কিত হামলা চালানোর চেষ্টা এবং মেরে ফেলার হুমকি দেয়।
কামরুল হাসান সোহাগ অনলাইন নিউজ পোর্টাল জাগোকণ্ঠে স্পেশাল ক্রসপন্ডেন্ট হিসেবে কাজ করেন ও এস এম আর শহিদ দৈনিক সকালের সময় পত্রিকার সিনিয়র ফটোসাংবাদিক।
ভুইয়া কামরুল হাসান সোহাগ বলেন, বিবাদীরা খারাপ প্রকৃতির লোক। বিবাদীদের দ্বারা আমিও পরিবারের লোকজনের যেকোন বড় ধরনের জান মালের ক্ষয় ক্ষতির আশঙ্কা করছি তাই প্রাণ ভয়ে সাভার মডেল থানায় শক্রবার (১৪ এপ্রিল) একটি সাধারণ ডায়েরি করি যার নং ১০৭৯।
এ বিষয়ে কাউন্দিয়া ফাড়ির অফিসার ইনচার্জ সুব্রতর কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদক’কে বলেন, বিষয়টা আমি জানি তদন্ত-পূর্বক ব্যবস্থা নিব।
Array