বার্তা কক্ষ
16th Apr 2023 5:22 pm | অনলাইন সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ প্রমুখ।
সভায় জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় প্রধান ঈদের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে।এছাড়া বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পরিবহনের সু-শৃঙ্খল রাখার ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
Array