আজকালেরবার্তা প্রতিবেদন : কিশোর থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিশু সংগঠক,শিশু নাট্যকার,নাট্য নির্দেশক কবি হানিফ খান আজ সকালে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
তার জানাজার নামাজ ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে বাদ আছর অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানায় তার প্রিয় প্রাণের সংগঠন কিশোর থিয়েটার।
হানিফ খান ২০০০ সালে কিশোর থিয়েটারের নাট্য প্রশিক্ষক হিসেবে যুক্ত হন। তার অসাধারণ সাংগঠনিক দক্ষতায় ২০০৬ সনে তাকে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় এবং একটানা ১৬ বছর নিষ্ঠা ও দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করে যান। হানিফ খানের রচনা ও নির্দেশনায় কিশোর থিয়েটার ৮ টির অধিক নাটক মঞ্চায়ন করেছে । জাতীয় শিশু নাট্য পুরস্কার অর্জন কারি সংগঠক হানিফ খান ২০১৮ সালে শিশু একাডেমী শিশু সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেন। এছারাও চিরকুমার হানিফ খান সম্মিলিত সাংস্কৃতক জোটের নির্বাহী সসস্য,কবিতা সম্ন্বয় পরিষদের দপ্তর সম্পাদক, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সহ সভাপতি, বাংলাদেশ শিশু সংগঠণ ঐক্যজোটের সহ সভাপতির দায়িত্বরত ছিলেন।
হানিফ খান একাধারে ছড়াকার,কবি,নাট্যকার, নাট্য নির্দেশক ও দক্ষ সংগঠক ছিলেন। তার অকাল প্রয়ানে সংস্কৃতি অঙ্গনসহ কিশোর থিয়েটারের যে ক্ষতি তা অপূরণীয় বলে জানান কিশোর থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি মেরাজ আহমেদ, তিনি
কিশোর থিয়েটারের পক্ষে তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছে ও তার শোক সনতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়। কবি হানিফ খানের লাশ খুলনায় তার নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।