ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার প্রাচীন এবং ঐতিহ্যবাহী এক্তেশ্বর গাজন মেলার শেষ দিনে নাগরদোলার লোহার বেয়ারিংয়ে চুল আটকে মাথার খুলি বিচ্ছিন্ন হয়ে গেছে এক তরুণীর। এরপর সেখান থেকে ২৫ ফুট নিচে পড়ে মৃত্যু হয় তার।
প্রতিবেদনে বলা হয়, বাঁকুড়ার প্রাচীন এবং ঐতিহ্যবাহী এক্তেশ্বর গাজন মেলায় শুক্রবারই ছিল শেষ দিন। সকাল সকাল ভিড় জমে গিয়েছিল মেলায়। পার্শ্ববর্তী ভাদুল গ্রাম থেকে পরিবারের কয়েকজনের সঙ্গে মেলা দেখতে এসেছিলেন প্রিয়ঙ্কাও। এদিক-ও দিক ঘোরাঘুরির পর সবাই মিলে নাগরদোলায় চেপেছিলেন। আর তখনই ঘটে বিপত্তি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাগরদোলা ঘুরতে শুরু করেছে এমন সময় কোনভাবে প্রিয়ঙ্কার খোলা চুল আটকে যায় নাগরদোলার বেয়ারিং এবং ধাতব দণ্ডে। সঙ্গে সঙ্গে আসন থেকে ছিটকে পড়ে সে। এরপর চুলসহ আটকে পড়ে নাগরদোলার একটি ধাতব দণ্ডে ঝুলতে থাকেন প্রিয়ঙ্কা।
আনন্দবাজার জানায়, কয়েক সেকেন্ড ওভাবে ঝুলে থাকার পর আচমকা চুল এবং মাথার খুলির উপরের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় ২৫ ফুট উপর থেকে মাটিতে পড়ে যান প্রিয়ঙ্কা। দ্রুততার সাথে তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যান স্থানীয়রা।
ধীরে ধীরে তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। এরপর সেই হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় প্রিয়ঙ্কার।
আনন্দবাজার জানিয়েছে, গতকাল ১৪ এপ্রিল শুক্রবার বাঁকুড়ার এক্তেশ্বর এলাকায় এই ঘটনা ঘটে। মৃত তরুণীর নাম প্রিয়ঙ্কা বাউড়ি, তার বয়স ২০ বছর।
Array