• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক 

     বার্তা কক্ষ 
    14th Apr 2023 12:11 pm  |  অনলাইন সংস্করণ

    আজ বাংলা নববর্ষ ১৪৩০ (১৪ এপ্রিল) উপলক্ষ্যে ভোর থেকে বিকেল পর্যন্ত রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হবে।

    পয়লা বৈশাখে রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বেশকিছু সড়কে চলাচল বন্ধ ও ডাইভারশন করা হবে। যানবাহনের পার্কিংয়ের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে স্থান।

    যে সব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে :

    ১. বাংলামোটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-টিএসসি- দোয়েল চত্বর

    ২. হোটেল ইন্টারকন্টিনেন্টাল–কাকরাইল-মৎসভবন-কদম ফোয়ারা

    ৩. মৎস ভবন-শাহবাগ-কাঁটাবন

    ৪. শহীদ মিনার-টিএসসি

    ৫. নীলক্ষেত-টিএসসি

    রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক যেসব পয়েন্টে থাকবে ডাইভারশন ও রোড ব্লক:

    বাংলামোটর ক্রসিং, পরিবাগ ক্রসিং, নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র, শাহবাগ ক্রসিং, মগবাজার ক্রসিং, মিন্টো রোড ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, দুদক গলি, শিল্পকলা একাডেমি গলি, কার্পেট গলি, মৎস্য ভবন ক্রসিং, সেগুনবাগিচা, কদম ফোয়ারা ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, শিববাড়ি ক্রসিং, ঢাবি মেডিকেল ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাঁটাবন ক্রসিং, আজিজ সুপার মার্কেট গলি, বিসিএস প্রশাসন গ্যাপ, সাকুরা গলি, সবজি বাগান ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, সুগন্ধা ক্রসিং, ইউবিএল ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং ও শহীদুল্লাহ হল ক্রসিং।

    বর্ষবরণ অনুষ্ঠানে আসা যানবাহনের পার্কিংয়ের স্থান:

    ১. নৌ-বাহিনী ভর্তি তথ্য কেন্দ্র থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত

    ২. জিরো পয়েন্ট থেকে ইউবিএল আব্দুল গণি রোড

    ৩. মৎস ভবন থেকে সেগুনবাগিচা (আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি)

    ৪. শিল্পকলা একাডেমি গলি (আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি)

    ৫. সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব (ভিআইপি গাড়ি ও মিডিয়ার গাড়ি পার্কিং)

    ৬. কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী।

    ৭. দোয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হল পর্যন্ত।

    যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাসমূহ কার্যকর করার বিষয়ে এবং যানবাহন চলাচলে শৃঙ্খলারক্ষা, যানজট এড়ানো এবং জনসাধারণের যাতায়াতকে নির্বিঘ্ন ও নিরাপদ করার জন্য নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ