চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় ২ জন আসামীসহ ১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল (আমেরিকার তৈরী), ৬ রাউন্ড গুলি,২টি ম্যাগাজিন এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার।
১৪ এপ্রিল রাত ২:০০ ঘটিকার পর থেকে ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এবং উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম এর নেতৃত্বে ২ টি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ী নামক স্থানে বাড়ী তল্লাশী করে আনুমানিক ২ ঘন্ট ৪৫ মিনিট যাবত অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২ জন আসামীকে হাতনাতে গ্রেফতার করা হয়।
তারা পরস্পরের আপন ভাই (১) মোঃ শহিদুল (৩০) এবং (২) মোঃ দেলোয়ার হোসেন (২৫) পিতা- মোর্শেদ আলী, গ্রাম- কয়লাবাড়ী, ডাকঘর- সোনামসজিদ, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে ১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল(আমেরিকার তৈরী),৬ রাউন্ড গুলি,২টি ম্যাগাজিন এবং ২ টি মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে ১৪ এপ্রিল শুক্রবার সকাল ১১.৪৫ এ প্রেস বিজ্ঞপ্তি দেন।
তিনি বলেন, মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
Array