বার্তা কক্ষ
13th Apr 2023 4:43 am | অনলাইন সংস্করণ
দেশে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ডে নতুন মাত্রা যোগ হয়েছে। ইতিহাসের সর্বোচ্চ ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এ রেকর্ড অর্জিত হলো।
গতকাল বুধবার (১২ এপ্রিল) এ তথ্য আজকালের বার্তাকে জানান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
পিডিবি জানায়, গতকালের রেকর্ড ছাপিয়ে গেল আজকের উৎপাদন। গত বুধবার রাত ৯টার রিপোর্ট অনুযায়ী আজ দেশে মোট বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট। যা দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড।
এর আগে, গত মঙ্গলবার বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৪ হাজার ৮০০ মেগাওয়াট। আজকের বিদ্যুৎ উৎপাদন সে রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
Array