ইউল্যাবের পার্মানেন্ট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো দশম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব ডিআইএমএফএফ ২০২৪ এর।
গত ৮ এপ্রিল আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান। তিনি তার বক্তৃতায় বর্তমান বিশ্বে মোবাইল চলচ্চিত্রের প্রয়োজনীয়তা বর্ণনা করেন এবং উৎসবের আয়োজকদের ধন্যবাদ জানান এত সুন্দর করে মোবাইল চলচ্চিত্রকে সবার সামনে তুলে ধরার জন্য।
এরপর ডিআইএমএফএফ এর উপদেষ্টা সৈয়দা সাদিয়া মেহজাবিন ডিআইএমএফএফ এর যাত্রা নিয়ে কথা বলেন। তারপর ফিল্মফ্রিওয়ে-তে কীভাবে চলচ্চিত্র জমা দিতে হবে সেই পদ্ধতি দেখানো হয়। চলচ্চিত্র সাবমিশনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। পরে উৎসবের নবম আসরের আয়োজকদের সার্টিফিকেট দেওয়া হয়।
সমাপনী বক্তৃতায় অতিথিসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ফেস্টিভাল ডিরেক্টর ইসমাম রহিম কারীব।
দশম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ ২০২৪) এই বছর মোবাইল চলচ্চিত্র নির্মাণকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সব চলচ্চিত্র নিয়ে তরুণ নির্মাতাদের জন্য একটি অনন্য প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে ডিআইএমএফএফ।
Array