জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট কেন্দ্রীয় মহাশ্মশানে বহুল আকাঙ্ক্ষিত সান বাঁধানো সিঁড়ি ঘাট-এর শুভ ভিত্তিপ্রস্থার স্থাপন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে এ ভিত্তিপ্রস্থর উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি অধ্যাপক সুমন কুমার শাহার সভাপতিতে,প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি), জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান,জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ স ম তিতাস মোস্তফা।
মহাশ্মশান সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুরের সঞ্চালনায় সনাতন ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
Array